প্রথম পাতা খবর ‘সঠিক সময়ে সঠিক পদক্ষেপ’, সরকার গড়ার জল্পনা জিইয়ে রাখলেন খাড়গে

‘সঠিক সময়ে সঠিক পদক্ষেপ’, সরকার গড়ার জল্পনা জিইয়ে রাখলেন খাড়গে

483 views
A+A-
Reset

কেন্দ্রে ফের একবার সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্য দিকে, সরকার গঠনের প্রতিযোগিতায় “ওয়েট অ্যান্ড ওয়াচ” পন্থা গ্রহণ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার একটি বৈঠক শেষে জোটের তরফে বলা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা মেনেই যথাযথ সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, বৈঠকের পর খাড়গে জানান, দেশের রায় সংবিধানকে রক্ষা করার পক্ষে। তাঁরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবেন। তবে কেন্দ্রে সরকার গঠন নিয়ে এথনই কিছু বলতে চাননি খাড়গে। বৈঠকে সহযোগি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য ধন্যবাদ জানান কংগ্রেস সভাপতি।

বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেন, ‘ইন্ডিয়া ব্লকের শরিকদের, আমাদের জোটের বিপুল সমর্থনের জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানাই। মানুষ তাদের রায়ে বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির রাজনীতির উপযুক্ত জবাব দিয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ধুর্ত পুঁজিবাদের বিরুদ্ধে ভারতের সংবিধানকে রক্ষা করার এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই রায় দেওয়া হয়েছে। মোদীর নেতৃত্বাধীন বিজেপি-র ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ইন্ডিয়া লড়াই জারি রাখবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.