Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'নিজের শরিকদের হতাশ করেছে বিজেপি…' মোদী সরকারের মন্ত্রক বণ্টন নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতার - NewsOnly24

‘নিজের শরিকদের হতাশ করেছে বিজেপি…’ মোদী সরকারের মন্ত্রক বণ্টন নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতার

নয়াদিল্লি: রবিবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ৭২ জন সাংসদ শপথ নিয়েছেন। এর পরই মন্ত্রক বণ্টন নিয়ে বিবাদ বেঁধেছে এনডিএ-তে। যা নিয়ে কেন্দ্রের জোট সরকারকে তোপ দাগছে বিরোধীরাও।

বিভাগ ভাগ করা নিয়ে শরিকদের প্রতি বিজেপির বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ করছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্র থেকে তাঁর শরিকদের ‘নিরাশ’ করেছেন।

এনসিপি নেতা প্রফুল প্যাটেল মোদী মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ ব্যাপারে বলেন, “তাঁর (প্যাটেল) জানা উচিত যে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এতে একাধিক মোড রয়েছে – ‘ধীর, দ্রুত এবং অতি-দ্রুত’৷ হয়তো তিনি সফল হতে পারেননি। কিন্তু রবনীত বিট্টু স্পষ্টতই সুপার-ফাস্ট মোডে রয়েছে, যদিও তিনি লুধিয়ানায় নিজের পুরনো দলের কাছে হেরেছেন।”

সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেস নেতা আরও লেখেন, মহারাষ্ট্রের একনাথ শিন্ডের শিবসেনা রাজ্যের মাত্র একজন মন্ত্রী (স্বাধীন দায়িত্ব) পেয়েছে, যেখানে জিতন রাম মাঞ্জি, চিরাগ পাসওয়ান, এইচডি কুমারস্বামী সরকারকে সমর্থনকারী কম সংখ্যক সাংসদ থাকা সত্ত্বেও মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন।

এই একই ইস্যুতে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিজেপি এনডিএ শরিকদের হাতে ঝুনঝুনি (বাচ্চাদের খেলনা) ধরিয়ে দিয়েছে।

Related posts

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের