সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করলেন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তাঁর অভিযোগ, এই বিল মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন করছে।
বুধবার রাতে লোকসভায় এবং বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় পাশ হয় ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’। শুক্রবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিহারের কিষাণগঞ্জের সাংসদ মহম্মদ জাওয়েদ। তাঁর হয়ে আবেদন করেন আইনজীবী আনাস তানবীর।
সাংসদের দাবি, নতুন বিল সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), ২৬ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে। বিশেষত, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ও স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির প্রস্তাবে আপত্তি জানিয়েছেন তিনি।
এদিকে, বিল পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ‘অভূতপূর্ব মুহূর্ত’ বলে আখ্যা দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘এতদিন যাঁরা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাঁদের সাহায্য করবে।’’ তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।