প্রথম পাতা খবর দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদাম, মৃত ৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদাম, মৃত ৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

295 views
A+A-
Reset

দিল্লির আলিপুরে নির্মীয়মাণ একটি গুদামঘরের প্রাচীর ধসে পড়েছে। ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ভেঙে পড়া বাড়ির তলায় অনেকের আটকা পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। এই ঘটনায় প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি নির্মীয়মাণ গুদামের প্রাচীর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাচীর ভেঙে পড়ার পরেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বিশাল বাহিনী উপস্থিত হয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। পরে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাচীর ভেঙে যাওয়ার ঘটনায় ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের হরিশ্চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দুই জনের অবস্থা আশঙ্কা জনক। দিল্লি পুলিশ জানিয়েছে, ধ্বংসাবশেষ সরাতে দুটি জেসিবি ক্রেনের সাহায্য নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন উপস্থিত হয়েছে। পুলিশের সঙ্গে দমকল বাহিনী জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১৫ জন আটকে রয়েছেন আশঙ্কা করা হচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন :

দেশের সেরার তালিকায় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়

ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান, নজরদারি কেন্দ্রের

আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কোথা থেকে পাবেন টিকা? জেনে নিন

নারী পুরুষে বৈষম্যে আজ ভারত কোথায় দাঁড়িয়ে

দার্জিলিঙের দোকানে মোমো বানালেন মমতা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.