আজ, বুধবার থেকে রাজ্যের সব জেলাতেই টানা বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও পশ্চিমের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা।
আগামীকাল, বৃহস্পতিবার থেকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সপ্তাহান্তে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। এর ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে গরম থেকে সেভাবে স্বস্তি মিলবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।