কলকাতা: শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্সে ( আগের টুইটার) জানিয়েছেন যে, শিক্ষা দফতরের অধীনে থাকা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন।
তিনি উল্লেখ করেছেন, “এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরা।” সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৪ থেকে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে যাঁদের অবসর হয়েছে, তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন।
প্রসঙ্গত, প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপার ভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীদের কারও অবসরের বয়স ৬০ বছর, কারও ৬৫। এত দিন কেউ পেতেন দু’লক্ষ টাকা, কেউ তিন লক্ষ টাকা। এ বার থেকে তা বৃদ্ধি করে করা হল পাঁচ লক্ষ টাকা।