জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে জট, ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের অনিশ্চয়তায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ। ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়ে দিয়েছে, নতুন ওবিসি তালিকা অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা যাবে না। ফলে রাজ্যের প্রায় তিন লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে।

বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ জানান, শুধুমাত্র ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্রই বৈধ। তাই মেধাতালিকা প্রকাশ করতে হলে সেই পুরনো তালিকাকেই মান্যতা দিতে হবে। হাই কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে শুক্রবার জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, ‘‘হাই কোর্ট এমন সিদ্ধান্ত নিতে পারে, তা আমাদের ধারণায় ছিল না। আজকেই সুপ্রিম কোর্টে আবেদন জানাব।’’

এমনিতেই গত ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ফলপ্রকাশ হওয়ার কথা ছিল ৭ অগস্ট। কিন্তু হাই কোর্টের নির্দেশে তা আটকে যায়। জয়েন্ট বোর্ডের অন্যান্য পরীক্ষার ফলও একই কারণে ঝুলে গেছে।

এর আগেও হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলযোগ্য। এমন অবস্থায় হঠাৎ করে নতুন তালিকা তৈরি, আবেদন গ্রহণ, যাচাই এবং শংসাপত্র প্রদান— সবই খুব কম সময়ের মধ্যে কীভাবে সম্ভব হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি চন্দ। তাঁর মতে, যথাযথ পদ্ধতি না মেনে মেধাতালিকা তৈরি হয়েছে। সেই কারণেই তা প্রকাশ করা যাবে না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক