দিনহাটা: পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যে ফের একজনের মৃত্যু। ফের অশান্ত কোচবিহারের দিনহাটা। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু। জখম অন্তত ৬। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় প্রকাশ, ভোররাতে দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রাম বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয় সংঘর্ষ। চলে গুলিও। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করা হয় কোচবিহারে।
গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। শাসক-বিরোধী দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘ওপার থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি”। অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বরাবরই ওই এলাকায় তৃণমূলের সংঘর্ষ লেগেই থাকে। খুনের পিছনে হয়ত কোনও চোরাচালান কারবারের যোগ থাকতে পারে বা এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল হতে পারে।’’