ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা: যাত্রীদের খাবারের প্যাকেট ও জলের বোতল দিল কোচবিহার জেলা পুলিশ

জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন রেলের আধিকারিকরা।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে সম্পূর্ণ কাত হয়ে যায়। সাতটি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাসকাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

প্রতিবেশী জেলা এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যৌথ অনুশীলনে, কোচবিহার জেলা পুলিশের প্রচেষ্টার পাশাপাশি, কোচবিহার জেলা স্বাস্থ্য সেটআপ থেকে ডাক্তার, নার্স, ১ টি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স সহ ১২ টি অ্যাম্বুলেন্স সহ একাধিক মেডিকেল টিম সংগঠিত করা হয়েছে। সিএমওএইচ কোচবিহার ব্যক্তিগতভাবে দলগুলির নেতৃত্ব দিচ্ছেন এবং একজন ডাক্তার হিসাবেও তার পরিষেবা প্রদানের জন্য দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন