সর্বনিম্ন দেশের করোনা গ্রাফ, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪,৩১৩ জন

ডেস্ক: উৎসবের মরসুমে স্বস্তি দিয়ে গত সাড়ে সাত মাসে সর্বনিম্ন দেশের করোনা গ্রাফ।  গত কয়েকদিনেই ২০ হাজারের নিচে নেমেছিল করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, গতদিনের তুলনায় কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮১। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৩২। মৃতের সংখ্যা ছিল ১৯৩।

আরও পড়ুন: আজ মহাসপ্তমী, কলা বৌ স্নান করিয়ে পুজো শুরু


দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৫৭৯। এরফলে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে  ২ লক্ষ ১৪ হাজার ৯০০। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার ৫৭ জন আক্রান্ত। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৯৬৩।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল দেশে ৬৫ লক্ষ ৮৬ হাজার ৯২ টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ৪৯।  দেশে সার্বিক যা অবস্থা, তাতে করোনা গ্রাফ অনুযায়ী দুর্গাপুজোর পর বা দিওয়ালির পর যা পরিস্থিতি হবে, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক