বাড়ছে করোনা, বাতিল ‘দুয়ারে সরকার ‘

দ্রুত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই এই পরিস্থিতিতে সময়ের দাবি মেনে আপাতত ‘দুয়ারে সরকার’ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

ইতিমধ্যেই এই মর্মে সব জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবরে জানা গিয়েছে, রাজ্যজুড়ে আট হাজার ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত এই কর্মসূচিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, করোনার শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার আগামী ৩ জানুয়ারি একাধিক পদক্ষেপ গ্রহন করতে চলেছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

তথ্যভিজ্ঞ মহলের ধারণা, সামনের সপ্তাহেই জারি হতে পারে বেশ কিছু নিষেধাজ্ঞা। জারি হতে পারে জমায়েতের ওপর কড়া বিধিনিষেধ। এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক