বিশ্ব জুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- র মতে, শুধুমাত্র গত এক মাসে বিশ্বে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৫২ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে, ৮ লাখ ৫০ হাজারেরও বেশি কেস রিপোর্ট করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৮ দিনে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি। তবে এই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা ৮ শতাংশ কমেছে। করোনার নতুন উপরূপ JN.1-এর সংক্রমণ বৃদ্ধি দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, JN.1 স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতি করবে বলে আশঙ্কা করা যায় না।
সামনেই বড়দিন এবং নিউ ইয়ার্স ইভের উৎসবের মরশুম। তাই এখন থেকেই সতর্কতা নিতে বলছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর মতে জে এন.১-এর উপরসর্গ মৃদু থেকে মাঝারি পর্যন্ত হতে পারে৷ আক্রান্তদের জ্বর, সর্দিকাশি, গলার সংক্রমণ এবং মাথায় যন্ত্রণা হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে মৃদু শ্বাসকষ্টও দেখা দিচ্ছে। তবে সেটা ৪ থেকে ৫ দিনের মধ্যে সেরেও যাচ্ছে।