টানা চারদিন দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি। চিন্তায় ফেলছে মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেসও। দেশের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮,২৫৭টি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের ১৮,৮৪০টির চেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে এমন তথ্যই মিলেছে। দেশটি গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৬২২ টি সক্রিয় অ্যাক্টিভ কেস রেকর্ড করা হয়েছে, মোট অ্যাক্টিভ কেস১ লক্ষ ২৮ হাজার ৬৯০ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বিপর্যয়ের কবলে অমরনাথ, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
অন্যদিকে, WHO জানিয়েছে ভারতে করোনা ভাইরাসের Omicron ভেরিয়েন্টের বিএ.২.৭৫ নামের একটি নতুন সাব-ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে। দিল্লিতে ওমিক্রনের আরও সংক্রামক সাব-টাইপ বিএ-৪ এবং বিএ.৫ সংক্রমণের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ সাব-টাইপটি গুরুতর সংক্রমণ ঘটায় না।