করোনা আবহে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ, বন্ধ লোকাল, সাধারণ মানুষের জন্য চালু হচ্ছে মেট্রো

ডেস্ক: করোনা আবহে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। বুধবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী ৩০ জুলাই অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে। সংক্রমণ বাড়তে পারে, একথা মাথায় রেখে ছাড় দেওয়া হল না লোকাল ট্রেন চলাচলে। তবে সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো । শনি ও রবিবার সাধারণ মানুষের জন্য বন্ধই থাকছে মেট্রো চলাচল।নিয়মিত মেট্রোর স্যানিটাইজেশন করতে হবে। যাত্রীদের মেনে চলতে হবে করোনাভাইরাস বিধি।


নবান্নের তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, এই পর্বে আন্তঃরাজ্য ট্রেনও বন্ধ থাকবে। চলবে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রেন এবং স্টাফ স্পেশাল।যদিও আগের পর্বকে অনুসরণ করেই ট্রাম-বাস, ট্যাক্সি অটো পথে নামছে এবারও। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এই পরিষেবাগুলি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। 

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় নোটিশ শুভেন্দু অধিকারীকে, কমিশনকে নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের


১৬ জুলাই থেকে দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি। ১৬ জুলাই থেকে  ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল। তবে নির্দিষ্ট সময়ে থাকতে হবে ৫০ শতাংশ ক্রেতা। রেস্তোরাঁগুলি ৮টার পর খোলা রাখা যাবে না।  সিনেমাহল, স্পা ও সুইমিংপুল বন্ধ থাকছে। যদিও রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক সাতারুদের প্রাত্যহিক অভ্যাসের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে সুইমিংপুল।  সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, বিনোদনমূলক ও রাজনৈতিক সভা-জমায়েত নিষিদ্ধ। বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি থাকতে পারবেন না। দাহকার্যে ২০ জনের বেশি থাকতে পারবেন না।     

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন