করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নে, জেলাগুলিকে বিশেষ নির্দেশ

কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ে বুধবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আচমকা সংক্রমণের হার বেড়ে গেলে কী করতে হবে, তা নিয়ে আলোচনা হয় নবান্নের এই বৈঠকে।

এই বৈঠকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবা বিষয়ে রাজ্যের তরফে জেলাগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তা দেখে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জানানো হয়েছে যে, সংক্রমণের ভয়াবহতার কোনও আশঙ্কা এখনই নেই।

মুখ্যসচিব বৈঠকে নির্দেশ দেন, প্রয়োজন হলে করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে। পর্যাপ্ত অক্সিজেন কনসেনট্রেটারেরও ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিতে। যাতে করোনা সংক্রমিতদের শ্বাসকষ্টজনিত সমস্যায় কষ্ট পেতে না হয়। যাঁরা ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাদের উপরও বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

এ ছাড়াও প্রয়োজন অনুযায়ী জেলার হাসপাতালগুলিতে কোভিড ওয়ার্ড চালু করতে হবে ও কোভিড শয্যা চিহ্নিত করতে হবে। কোভিড চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ ভেন্টিলেটর। মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার-সহ যা যা দরকার, পর্যাপ্ত সংখ্যায় সে সব মজুত রাখতে হবে বলে জেলাশাসকদের জানিয়েছে রাজ্য। রাখতে হবে অক্সিজেন কন্সেন্ট্রেটরও। এছাড়া পর্যাপ্ত আরটিপিসিআর কিট, কোভিড চিকাৎসার ওষুধ ও পিপিই যাতে সরকারি হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে তাও দেখতে হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক