আদালত রাজনীতি করার জায়গা নয়, এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলাকারীকে বলল সুপ্রিম কোর্ট

মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা, প্রধান বিচারপতির মন্তব্য— ‘‘রাজনীতি কোর্টে নয়’’

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে সুপ্রিম কোর্টে ওঠা আদালত অবমাননার মামলায় সোমবার তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিলেন প্রধান বিচারপতি বিআর গবই। মামলাকারীর আইনজীবীকে তিনি স্পষ্ট বলেন, রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতিকরণ করবেন না।”

‘আত্মদীপ’ নামে একটি সংগঠন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিল। সোমবার মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ সওয়ালে জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে, তাই মামলাটি আপাতত মুলতুবি রাখা হোক। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির কড়া মন্তব্য। চার সপ্তাহ পর ফের শুনানি হবে এই মামলার।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। সেই রায়ের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন, যেগুলি মামলাকারীদের মতে আদালত ও বিচারপতিদের মর্যাদাহানিকর। সেই ভিত্তিতেই গত ২৪ এপ্রিল আদালত অবমাননার মামলা দায়ের হয়।

মামলার নথিপত্র, মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে বলে সূত্রের খবর। সোমবার বিচারপতি গবই, বিচারপতি বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে