আদালতের নির্দেশ মেনেই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচিতে বদল এল সময়ের গতি। যানজট এড়াতে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল—সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনও মিছিল নয়, ধর্মতলার দিকে মিছিল ঢুকতে হবে সকাল ৮টার মধ্যেই।
সেই নির্দেশ মানতেই, সোমবার সাতসকালে ভিন্ন ছবি দেখা গেল কলকাতার রাস্তায়। গত বছরের তুলনায় অনেকটা আগেই রওনা দেন তৃণমূল সমর্থকরা। ধর্মতলার দিকে হাঁটা শুরু করেন ভোরেই।
মেয়ো রোডে যে ভিড় সাধারণত ৯টার আশপাশে দেখা যায়, এ বছর তা ধরা পড়ল সকাল সাড়ে ৬টাতেই। শহরের নানা প্রান্তে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। প্রতি মোড়ে মোড়ে নজরদারি। লক্ষ্য একটাই—নাগরিক দুর্ভোগ এড়ানো।
ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা শহর জুড়ে। একাধিক রুটে যান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনায় চলেছে কলকাতা পুলিশ। আদালতের পর্যবেক্ষণ মাথায় রেখেই এবার পাল্টেছে তৃণমূলের সমাবেশে সময়বিন্যাস ও কৌশল।