নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

বেঙ্গালুরুর এক আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ তোলার অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগটি করেছেন কর্নাটকের ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর সদস্য আদর্শ আইয়ার।

শনিবার আদালতের নির্দেশের পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলা সীতারামনের ইস্তফা দাবি করেছেন। আদর্শ আইয়ারের অভিযোগ অনুযায়ী, নির্মলা সীতারামনের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীনকুমার কাতিল ও বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আইয়ারের অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলিকে কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল। তিনি দাবি করেছেন, ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপের মাধ্যমে এই অবৈধ অর্থ সংগ্রহের কাজ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বিজেপির জাতীয় ও রাজ্য স্তরের নেতারা এই ঘটনায় জড়িত।

আদর্শ আইয়ারের এই অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তীব্রতা বৃদ্ধি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?