ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) ধারায় দোষী সাব্যস্ত হলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করলেও বিচারক অনির্বাণ দাস তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে দোষীকে পাঁচ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
নির্যাতিতার পরিবারকে মোট ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারকের রায়ে ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
রায়ের পর আদালতে কাঁদো কাঁদো অবস্থায় দেখা যায় সঞ্জয় রায়কে। বিড়বিড় করে কিছু বলতে থাকেন তিনি। অন্যদিকে, নির্যাতিতার বাবা ক্ষতিপূরণ নিতে অনিচ্ছা প্রকাশ করলে বিচারক বলেন, ‘‘এটি কোনও ক্ষতিপূরণের চেষ্টা নয়, রাষ্ট্রের দায়িত্ব। আমাকে এমন বলা হলে আমিও একই প্রতিক্রিয়া দিতাম।’’