ডেস্ক: ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভিড টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার ফলে এবার থেকে বিদেশ যাত্রার থেকে সুবিধা পাবেন ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকা গ্রহীতারা।
জি২০ সম্মেলনে যোগ দিতে দিনকয়েক আগে রোমে গিয়েছিলেন মোদী। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস ঘেবরেসাসের সঙ্গে দেখা করেছিলেন।
আরও পড়ুন: মণ্ডপে ‘নো এন্ট্রি’ দর্শকদের, নির্দেশ হাইকোর্টের
সূত্রের খবর, সেই সাক্ষাতের মধ্যেই কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য ঘেবরেসাসকে ‘চাপ’ দিয়েছিলেন মোদী।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশে বিড়ম্বনায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। কোয়ারিন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাঁদের। সেই অসুবিধাই কাটল। চিকিৎসকরা বলছেন, কোভ্যাক্সিন সম্পূর্ণ ভারতীয় টিকা। এই টিকা ছাড়পত্র পাওয়ায় গর্বের মুহূর্ত তৈরি হয়েছে।