রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকে নবান্ন

কলকাতা: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী বুধবার বেলা ১২টা নাগাদ ওই বৈঠক হবে নবান্নে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে ওই বৈঠকে। বৈঠকে যোগদানের আগে জেলা পর্যায়ে কোভিড সংক্রমণ নিয়ে কী পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁরা কী কী পদক্ষেপ নিয়েছেন, সেই তথ্য নিয়ে আসতে বলা হয়েছে।

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল-সহ বিশ্বের বেশকিছু দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে আগাম সতর্ক হতে বলেছে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই রাজ্যের কোভিড পরিস্থিত নিয়ে সোমবার একটি বৈঠক হয়েছে স্বাস্থ্য কর্তাদের মধ্যে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। সেই বৈঠকে আলোচিত বিষয় ও সিদ্ধান্তের ওপরেও আলোকপাত করা হবে বুধবারের বৈঠকে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক