বুধবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ। এই পর্যায়ের মাধ্যমে দেশের টিকাকরণ কর্মসূচি আরও এক ধাপ এগোতে চলেছে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীরাও পাবে করোনার টিকা।
ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আপাতত সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতেই ছোটদেরও টিকাকরণ করা হবে।
জানা গিয়েছে, আপাতত সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতেই ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। বায়োলজিক্যাল ই সংস্থার তরফে বেসরকারি হাসপাতালগুলির জন্য দাম ধার্য করে দিলেই, বেসরকারি হাসপাতাল ও টিকাকরণ কেন্দ্রগুলিও নিজেদের সুবিধা মতো টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে পারবে।
গত সোমবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের বিষয়টি ঘোষণার পর পরই মঙ্গলবার টিকাকরণ নিয়ে কেন্দ্রের তরফে এক গাইড লাইন দেওয়া হয়। যেখানে বলা হয়, ২০১০ সালের ১৫ মার্চের আগে যে সব বাচ্চারা জন্মেছে, শুধুমাত্র তারাই এই করোনা টিকা নিতে পারবে। এর আগে যারা ২০০৭ সালের আগে জন্মেছেন, কেবল তারাই টিকা নিতে পারতেন।
তবে গোটা দেশে বুধবার থেকেই ছোটদের এই টিকাকরণ শুরু হলেও, রাজ্যে এখনই শুরু হচ্ছে না ছোটদের এই টিকাকরণ। রাজ্যে এই টিকা শুরু করতে আরও দু-তিনদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।
আরও জানানো হয়েছে, ১৬ মার্চ সকাল ৯টা থেকে ছোটদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এক্ষেত্রে কো-উইন পোর্টালের মাধ্যমে অথবা নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে।