নয়া স্ট্রেনের আতঙ্কের মাঝেই রাজ্যে এসে পৌছালো করোনা ভ্যাকসিন

ওয়েবডেস্ক : বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন আজ রাজ্যে এসে পৌঁছেছে । দুপুরে একটি বেসরকারি সংস্থার বিশেষ কার্গো বিমানে পুনের সিরাম ইনস্টিটিউটের ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন – কোভিশিল্ড , কলকাতা বিমান বন্দরে পৌঁছয়।

সেখান থেকে তিনটি ট্রাকে করে সেগুলি বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়। আজ থেকেই ওইসব ভ্যাকসিন জেলাগুলিতে বন্টন করার কাজ শুরু হবে।

আজ রাতের মধ্যেই কলকাতা সংলগ্ন চার জেলায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে । আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক, আগামীকাল রাজ্যে চলে আসতে পারে করোনা টিকা


১৬ ই জানুয়ারি শনিবার , প্রথম পর্যায়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের কাজ শুরু হতে চলেছে। কলকাতায় সর্বাধিক এক লক্ষ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। নীলরতন সরকার, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে এই টিকাকরণ কর্মসূচি চলবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক