কলকাতা: করোনার নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির। নতুন এই করোনা উপরূপের সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্নাটকে। তবে এই উদ্বেগের মাঝেই স্বস্তির খবর, জিনোম সিকোয়েন্সিংয়ে এখনও পর্যন্ত রাজ্যের কোনও নমুনায় মেলেনি জেএন.১-এর খোঁজ।
ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্নাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের একাধিক স্থানে করোনা বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মিজোরামে উৎসবের মরশুমে করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে। কর্নাটকেও করোনা বিধি মানতে বলা হয়েছে। এ ব্যাপারে যথেষ্ট পশ্চিমবঙ্গ সরকারও। নিরবচ্ছিন্ন ভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
শেষ কয়েক দিনে বাংলাতেও বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার বিকেল পর্যন্ত নতুন করে আরও পাঁচজন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। এরই মধ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য রাজ্য থেকে সাতটি নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিকস-এ। সেখান থেকে জানানো হয়েছে কোনও নমুনাতেই কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর হদিশ মেলেনি।
তবে দেশের অন্য কয়েকটি রাজ্যে যে হারে এই নতুন উপরূপের সন্ধান মিলছে, তাতে সতর্কতায় কোনো খামতি না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোভিড যেমন রয়েছে, তেমনই অন্য ভাইরাল ইনফেকশনও রয়েছে। তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।