কলকাতা: ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল বিধায়ক তাপস রায় ও তাঁর স্ত্রীর। একই সঙ্গে কোভিড আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার খোদ মেয়রের দফতরের কর্মী ও বরো চেয়ারম্যান। এঁরা প্রত্যেকেই গত মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিমের শপথ অনুষ্ঠানে ছিলেন।
করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বিধায় তাপস রায় ও তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ের জ্বর রয়েছে। তবে করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
কোভিড ধরা পড়েছে ৪ নম্বর বরোর চেয়ারম্যান তথা ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার সধনা বসুর। বর্তমানে তিনি এমআর বাঙুর হাসপাতালে ভর্তি।
অন্য দিকে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে মেয়রের দফতরের এক কর্মীর। তিনি ডেটা এন্ট্রি অপারেটারের কাজ করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানের পর অনেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। বড় জমায়েতের কারণেই এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা ছাড়া শপথ অনুষ্ঠানের পর অসুস্থ বোধ করায় অনেকেই করোনা পরীক্ষা করিয়েছিলেন। বুধবার তাদের মধ্যেই দু’জনের করোনা ধরা পড়ে।
আরও পড়ুন: দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন, হাসপাতালগুলিকে পৃথক ওয়ার্ড তৈরির নির্দেশ
ছবি : আনন্দবাজার অনলাইন