উপনির্বাচনে দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল সিপিএম

কলকাতা: দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে প্রার্থী করা হয়েছে সায়রা শাহ হালিমকে।

আসানসোল লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্য দিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী বাবুল সুপ্রিয়। রবিবার সকালে টুইট করে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনও ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি এবং কংগ্রেস।

আসানসোলে সিপিএম প্রার্থী দলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। যদিও নাম ঘোষণার পরপরই প্রচারে নেমে পড়ছে তৃণমূল।

আরো পড়ুন

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন