নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এইমস-এ ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

নয়াদিল্লি: সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে সোমবার প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ইয়েচুরিকে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। নিউমোনিয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে খবর, ৭২ বছর বয়সী রাজনীতিবিদ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সম্প্রতি তাঁর চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছিল।

এ দিকে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা আগামী ২২ অগস্ট। ওই সভায় যোগ দিতে কলকাতায় আসার কথা ইয়েচুরির। কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়ায়, ওই কর্মসূচিতে তাঁর যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক