সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে পথে নামছেন সায়ন্তিকা

কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকা এক পোস্টে লিখেছেন, “আপনাদের কাছে অনুরোধ, সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।”

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তর বরাহনগরে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় মিছিলটি শুরু হবে নর্থ টাউন তৃণমূল পার্টি অফিস থেকে। এছাড়া, একই দিনে বিকেল পাঁচটায় দক্ষিণ বরাহনগর থেকে আরেকটি মিছিল বের হবে, যা বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হবে। দুই মিছিলেরই নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা।

উল্লেখ্য, এই উপনির্বাচনের সময় সায়ন্তিকা বরাহনগর কেন্দ্রে সিপিএম-এর তন্ময় ভট্টাচার্য এবং বিজেপি-র সজল ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক