কলকাতা: শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের যৌথ ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিএম। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল ব্রিগেডে যাবে। শহরের যানচলাচল নিয়ন্ত্রণে পুলিশ রেখেছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সিপিএম জানিয়েছে, দুপুর ৩টে থেকেই সভা শুরু হবে, রোদের তেজ মাথায় রেখেই এমন সময় নির্ধারণ।
মঞ্চ তৈরি হচ্ছে আগের মতো শহিদ মিনারের দিকে মুখ করে, তবে মেট্রোর কাজের কারণে কিছুটা এগিয়ে। থাকবে তিন ধাপের মঞ্চ, মাঝখানে পোডিয়াম। বক্তা হিসেবে থাকছেন অমল হালদার, নিরাপদ সর্দার, বন্যা টুডু, সুখরঞ্জন দে, অনাদি সাহু ও মহম্মদ সেলিম।
ব্রিগেড অভিমুখে মিছিল যাবে হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্ক সার্কাস, মৌলালির রামলীলা ময়দান ও সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে। লালবাজার জানিয়েছে, শহরের যানবাহন ও নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।