সপ্তাহের শুরুতেই বড়সড় বিপত্তি কলকাতা মেট্রোয়। সোমবার দুপুরের পর থেকে কবি সুভাষ স্টেশনে ফাটল ধরা পড়ায় বন্ধ হয়ে গেল ব্লু লাইনের পরিষেবা ওই স্টেশন পর্যন্ত। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু পিলারে ফাটল দেখা গেছে। সম্প্রতি টানা বৃষ্টির ফলেই এই ফাটল বলে প্রাথমিক ধারণা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ওই স্টেশনে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।
ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারদের দল। সংশ্লিষ্ট পিলারগুলির সঙ্গে ছাদের সংযোগ থাকায় যাত্রী নিরাপত্তার কথা ভেবেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটেই চলবে ট্রেন। কবি সুভাষ স্টেশন পর্যন্ত পরিষেবা কবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয়।
তবে এই বিভ্রাট শুধু ব্লু লাইনে। অরেঞ্জ লাইনে (হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ) পরিষেবা চালু রয়েছে স্বাভাবিক নিয়মেই।