১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি জানিয়েছে, ২০২৮ সালের অলিম্পিকে ছ’টি দেশ অংশ নেবে এই ইভেন্টে। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ম্যাচগুলি। পুরুষ ও মহিলা— উভয় বিভাগেই ছ’টি করে দল অংশ নেবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৫ জন করে সদস্য থাকতে পারবেন।
১৯০০ সালের অলিম্পিকে মাত্র একটিই ক্রিকেট ম্যাচ হয়েছিল। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে ক্রিকেট আবার ফিরছে অলিম্পিকে।
এ ছাড়াও পুরুষদের ফুটবলে দেশসংখ্যা ১৬ থেকে কমিয়ে ১২ করা হয়েছে, আর মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে কমপাউন্ড তিরন্দাজিও।