দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব, আজ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিভেজা কলকাতা। ছবি: রাজীব বসু

আবারও বাংলার আকাশে সক্রিয় ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দিকেও সক্রিয় হচ্ছে বৃষ্টি। মালদায় শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। সোমবার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক