Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মঙ্গলবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কোন জায়গায়? ফের কি ভাসবে কলকাতা? - NewsOnly24

মঙ্গলবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কোন জায়গায়? ফের কি ভাসবে কলকাতা?

আলিপুর আবহাওয়া দফতর শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ শনিবার ভোরে নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বর্তমানে এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৪৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

বুলেটিন অনুসারে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে নিম্নচাপের কেন্দ্র ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার দক্ষিণ-পশ্চিম ও মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এই নিম্নচাপ। মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপতনমের মাঝে কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে

স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত

 দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সর্বত্র নয়।

  • মঙ্গলবার ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
  • কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)

বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিশেষত বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আটটি জেলাতেই বৃষ্টি হতে পারে, যদিও সর্বত্র নয়।

  • বুধবার: জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতির দমকা হাওয়ার সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা।
  • বৃহস্পতিবার: উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে হতে পারে ভারী বৃষ্টি।
  • শুক্রবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

‘স্বাস্থ্যসাথী’র ঐতিহাসিক মাইলফলক! বিনামূল্যে চিকিৎসা পেলেন ১ কোটি মানুষ, খরচ রাজ্যের ১৩ হাজার কোটি টাকা

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, উত্তাল সমুদ্র! মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি, তবে রাজ্যে নেই বিপদের আশঙ্কা

ভারতের মাটি থেকেই মহাকাশে উড়ল ‘বাহুবলী’ রকেট! সফল উৎক্ষেপণ ইসরোর সিএমএস-০৩ উপগ্রহের