আগামী কয়েকদিনে গরম বাড়বে, অক্টোবরের শেষ সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলাবে রাজ্যের আবহাওয়া

অক্টোবরের শেষ সপ্তাহে ফের রাজ্যের আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গ ও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

বর্তমানে রাজ্যের আকাশ বেশ পরিষ্কার। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। গরম অনুভূত হলেও, উত্তর দিকের হাওয়ার প্রভাবে আর্দ্রতা কম থাকবে, ফলে অস্বস্তি তেমন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও দিন গরম থাকবে, তবে সকাল ও রাতে হালকা ঠান্ডার অনুভূতি থাকবে।

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে বৃষ্টিপাত ঘটাতে পারে। সেই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।

এছাড়াও, নবেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে নামতে পারে শীতের ইঙ্গিত।

Related posts

গোর্খা বিষয়ক আলোচনায় কেন্দ্রের নিয়োগে ক্ষোভ মমতার, সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশে

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! তিনটি কামরা ভস্মীভূত, আতঙ্ক যাত্রীদের মধ্যে