ঘূর্ণিঝড় ‘দানা’র সতর্কতায় ১৫ ঘণ্টা বন্ধ দমদম বিমানবন্দর

কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে এবং বৃহস্পতিবার রাতেই ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকা এবং কলকাতায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়ের গতি সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, যা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে দমদম বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনও বিমান ওঠানামা করবে না বলে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এই সতর্কতামূলক ব্যবস্থা বিমানযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের জেরে রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন এবং শিয়ালদহ দক্ষিণ ও হাসনাবাদ শাখার মোট ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতি রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৪ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি, হাওড়া স্টেশন থেকেও শুক্রবার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

কলকাতার পাশাপাশি বাংলার উপকূলীয় এলাকাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের গতি এবং দুর্যোগের সম্ভাবনা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক