প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ ওড়িশার উপকূলের ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ল বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিটে। ঝড়ের গতিবেগ এখন ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলবে শুক্রবার সকাল পর্যন্ত। ওড়িশার উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে।
পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলোতেও প্রভাব পড়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রাত থেকে ঝড়বৃষ্টি অব্যাহত। কলকাতায় রাত পর্যন্ত বড় কোনও প্রভাব দেখা যায়নি, কেবল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে।