তামিলনাড়ু উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজল, বাংলায় শীতের মেজাজে ভাটা

কলকাতা: বাংলায় শীতের আমেজ কমেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ফেনজল’। শনিবার বিকেলের মধ্যেই এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের সময় হাওয়ার গতি সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। এর জেরে তামিলনাড়ু এবং পুদুচেরীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ এবং অফিস।

মৌসম ভবনের তথ্যানুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় বর্তমানে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। শনিবার বিকেলে এটি স্থলভাগে প্রবেশ করার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক