ফের ধেয়ে আসছে আরও এক নতুন ঘূর্ণিঝড় জার নাম দেওয়া হয়েছে ‘জাওয়াদ’। আর এরই জেরে বাংলাযর আকাশেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
সপ্তাহান্তে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলা গুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা যাচ্ছে দক্ষিণ থাইল্যান্ডের কাছে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের দিকে।
এরপর শক্তি বৃদ্ধি করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা এই গভীর নিম্নচাপের। এই ঘূর্ণিঝড়ের নামই হবে জাওয়াদ। এরপর শনিবার সকালের দিকে এটি অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে দেশের মৌসম ভবন। আর তার জেরেই বাংলার আকাশেও দেখা দেবে মেঘের ঘনঘটা
সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের এই জাওয়াদ নামের অর্থ হল উদার বা মহান। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী এবারের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভাসতে পারে বাংলার একটা বড় অংশ। সপ্তাহান্তে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সর্তকতাও।