চেন্নাই: বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘোরাফেরা করছে ঘূর্ণিঝড় মিগজাউম। চেন্নাইতে বৃষ্টির পরে শীঘ্রই অন্ধ্রপ্রদেশ উপকূলে বাপটলার কাছে ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত, চেন্নাইতে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরে তা স্থলভাগে আছড়ে পড়বে। তার আগে তামিলনাড়ু-পুদুচেরিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর জেরে বিভিন্ন ঘটনায় চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর উত্তরভাগের উপকূলবর্তী চেন্নাই, চেনগালপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপাট্টিনাম ও কুড্ডালোর জেলায় প্রবল বৃষ্টিপাতের জেরে জনজীবন ব্যাহত হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সরকার আটটি জেলার জন্য সতর্কতা জারি করেছে – তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাদা। পুদুচেরিতে, উপকূলীয় অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল সীমিত।
মৌসম ভবন সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।