Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মোন্থা’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি সতর্কতা - NewsOnly24

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মোন্থা’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ তৈরি হয়েছে রবিবার রাতেই। ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে তা ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ একাধিক জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি রবিবার রাত সাড়ে ১১টার পর ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে।

বর্তমানে এর অবস্থান —

  • চেন্নাই থেকে ৬৪০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে,
  • কাকিনাড়া থেকে ৭১০ কিমি দক্ষিণ-পূর্বে,
  • পোর্ট ব্লেয়ার থেকে ৭৪০ কিমি পশ্চিমে,
  • বিশাখাপত্তনম থেকে ৭৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে,
  • এবং গোপালপুর থেকে প্রায় ৮৬০ কিমি দক্ষিণে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শক্তি আরও বৃদ্ধি পাবে, এবং এটি মঙ্গলবার সকাল নাগাদ ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হবে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝে কলিঙ্গপত্তনম উপকূলে এটি আছড়ে পড়বে বলে অনুমান।

ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি, আর দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিমি পর্যন্ত।

 দক্ষিণবঙ্গের চার দিনের পূর্বাভাস

মঙ্গলবার (২৮ অক্টোবর):
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৩০–৪০ কিমি।

বুধবার (২৯ অক্টোবর):
ভারী বৃষ্টি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর):
পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সতর্কতা।

শুক্রবার (৩১ অক্টোবর):
বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। দুই বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি।

উত্তরবঙ্গেও প্রভাব

বুধবার থেকে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের সম্ভাবনা।

 মৎস্যজীবীদের সতর্কতা

বঙ্গোপসাগরে সাগর এখন উত্তাল। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে গিয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

Related posts

কোনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, খসড়া তালিকা প্রকাশ করে আশ্বাস সিইও-র

যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়লেন অরূপ বিশ্বাস, তদন্ত চলাকালীন দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজেই

যুবভারতীকাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের, ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনারকে শো কজ, মোট ৫ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ