Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ক্ষয়ক্ষতি এড়াতে ঘূর্ণিঝড় নিয়ে আগাম ব্যবস্থা - NewsOnly24

ক্ষয়ক্ষতি এড়াতে ঘূর্ণিঝড় নিয়ে আগাম ব্যবস্থা

কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাগরে ঘনীভূত নিম্নচাপ। কালীপুজোর দিনই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। প্রভাব পড়তে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। পরিস্থিতি নজরে রেখেই রাজ্য সরকারের মতোই আগাম সতর্ক হতে চাইছে কলকাতা পুরসভা।

রাজ্য সরকারের পদক্ষেপ

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলায়। তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন রাজ্যের ২০টি দফতরের সচিব এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকরা। পরিস্থিতি সামলাতেই রাজ্যের ছ’টি জেলাতে ছয় সচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় বন ও প্রাণিসম্পদ দফতরের সচিব বিবেক কুমার, উত্তর ২৪ পরগনা জেলায় স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন, হাওড়া জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে, পশ্চিম মেদিনীপুর জেলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, হুগলি জেলায় মৎস্য দফতরের সচিব অবনীন্দ্র সিং ও পূর্ব মেদিনীপুর জেলায় পর্যটন দফতরের সচিব সৌমিত্র মোহনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মুখ্যসচিব নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, মূলত জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই সচিবরা পরিস্থিতি মোকাবিলায় নজরদারি চালাবেন। পাশাপাশি ২৪-২৬ অক্টোবর পর্যন্ত তাঁরা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সঙ্গেও যোগাযোগ রাখবেন।

কলকাতা পুরসভার পদক্ষেপ

শনিবার মেয়র এবং পুরসভার কমিশনার বিনোদ কুমার সব পুর-দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ে গাছ পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিন কুঠারের বন্দোবস্ত করেছে পুরসভা। গাছ কাটায় পারদর্শী কর্মীদের মোতায়েন রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি, বর্জ্য এবং নিকাশি ব্যবস্থাপনা দফতরকে ম্যানহোলগুলি পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানহোলগুলির মুখে প্লাস্টিক বা অন্য কোনো আবর্জনা জমে থাকছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়। শহরের সবক’টি পাম্পিং স্টেশনকে চালু রাখার নির্দেশও দিয়েছেন মেয়র।

একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা এড়াতে শহরে কোথাও খোলা বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না তা-ও দু’দিনের মধ্যে খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে পুরসভা।

আরও পড়ুন: ঘণ্টায় ১১০ কিমি বেগে ধেয়ে আসছে সিত্রাং, উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা

Related posts

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার