কলকাতা: শনিবার সাতসকালে মহেশতলাতে ভয়াবহ বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরের বারান্দার গ্রিল থেকে সবকিছু উড়ে গেছে। জানা গেছে, পরপর দুবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায় শনিবার একটি বহুতলের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পর পর দু’বার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ফলে সেখানে আগুন লেগে যায়।
বিস্ফোরণের বিকট শব্দ শোনার পর ছুটে আসেন এলাকাবাসী। তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
জানা গিয়েছে, বিস্ফোরণে ওই বহুতলের মালিকও গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।