কাক ভোরে নবান্ন এলাকায় ডিএ আন্দোলনকারীরা, পুলিশের বাধা পেয়ে ফুটপাথে ধর্না

হাওড়া: বকেয়া ডিএ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থানে বসা ঘিরে উত্তেজনা। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে সরকারি কর্মচারীদের। পরে পুলিশই তাঁদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয়। রাস্তা ছেড়ে ফুটপাথে ধর্নায় বসেন আন্দোলনকারীরা।

হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের বসতে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে তাঁদের বসতে বাধা দিচ্ছে পুলিশ। যেখানে খোদ আদালতই অনুমতি দিচ্ছে, সেখানে পুলিশ কীভাবে বাধা দেয়?

এ দিন বাসস্ট্যান্ডের সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা। পরে ব্রিজের নীচে একটি জায়গা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়। সেখানেই অবস্থানে বসেন তাঁরা।

সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাথে ধর্না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে পুলিশি বাধার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই নবান্নের সামনে ধরনার অনুমতি পান রাজ্য সরকারি কর্মীরা। আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর নবান্নের বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধরনার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এই অনুমতি দেন। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক