বকেয়া ডিএ মেটায়নি রাজ্য, ধর্মঘটের পথে কো-অর্ডিনেশন কমিটি

বকেয়া মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য সরকার। প্রতিবাদে ধর্মঘট ও ‘পেন ডাউন’ কর্মসূচির ডাক দিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সোমবার এক বিবৃতি জারি করে সংগঠন জানিয়েছে, আগামী ৯ জুলাই রাজ্য জুড়ে একদিনের ধর্মঘট এবং তার আগে ৪ জুলাই দু’ঘণ্টার পেন ডাউন কর্মসূচি পালন করা হবে।

১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু আদালতে রাজ্য দাবি করেছে, তারা আর্থিক সঙ্কটে রয়েছে, তাই আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়, তারা চাইলে ওই অর্থ আদালতের তহবিলে জমা দিতেও রাজি।

এই অবস্থায় ক্ষোভে ফুঁসছে রাজ্যের একাধিক কর্মী সংগঠন। কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর নেতৃত্বে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। ১ জুলাই শহিদ মিনারে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না এবং সরকারি কর্মীদের ন্যায্য অধিকারকে উপেক্ষা করছে। তাই ৪ জুলাই দু’ঘণ্টার ‘পেন ডাউন’ এবং ৯ জুলাই পূর্ণাঙ্গ ধর্মঘটের পথে হাঁটা হচ্ছে।

ডিএ মামলায় রাজ্য ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, তাদের মোট বকেয়া ডিএর অঙ্ক প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি। সরকারি কর্মীদের জন্য প্রাপ্য ১১,৮৯০ কোটি টাকা, পেনশন প্রাপকদের ১১,৬১১ কোটি, এবং অন্যান্য স্বশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য আরও ১৮,৩৬৯ কোটি টাকা বাকি রয়েছে।

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মীরা পান ৫৫ শতাংশ। এখনও দুই পক্ষের মধ্যে ডিএ ফারাক রয়েছে ৩৭ শতাংশ। কেন্দ্র-রাজ্য এই বিশাল ব্যবধান ঘোচানোর দাবিতে বহুদিন ধরেই আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীরা। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বকেয়া না মেটানোয় সেই ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন