আজ আবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) সংক্রান্ত মামলায়। আগের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেয়নি, সেই বিষয়ে সোমবার প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এরপরই বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এদিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে।
বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে ছয় সপ্তাহের সময়সীমা দেওয়া হলেও তা মেনে বকেয়া টাকা দেওয়া হয়নি। বরং রাজ্য আদালতের কাছে আরও ছ’মাস সময় চেয়ে আবেদন জানিয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে—নির্দেশ মেনে নির্ধারিত সময়ে কেন টাকা দেওয়া গেল না?
আদালতের নির্দেশ, সব পক্ষকে প্রস্তুত থাকতে হবে। ফলে আজকের শুনানিতে কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, তা নিয়ে নজর রাখছেন লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী। ডিএ মামলার নিষ্পত্তি যে সরকারি কর্মীদের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সে বিষয়ে সংশয় নেই।