‘আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়’, ডিএ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

কলকাতা: মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার হাইকোর্টে হলফনামা পেশ করে জানালেন রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব।

তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।

অন্য দিকে, রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। পুনর্বিবেচনার সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। আগের রায়ই তাঁরা বহাল রাখেন।

ওই মামলার প্রেক্ষিতে ৪ নভেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এ দিন হলফনামা দাখিল করে রাজ্য সরকার দাবি করেছে, “আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়”। পাশাপাশি শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: ৭ লক্ষ! প্রাথমিক টেটে জমা পড়ল রেকর্ড আবেদন

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন