কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ডেস্ক: কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ  ২৮ শতাংশ থেকে  বেড়ে হবে ৩১ শতাংশ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। একধাক্কায় তিন শতাংশ বাড়ানো হল ডিয়ারনেস অ্যালাউন্স (DA) বা মহার্ঘ ভাতা।


বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩১ শতাংশ। বর্দ্ধিত মহার্ঘ ভাতা চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে  উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও।করোনা পরিস্থিতি জেরে মাঝে এক বছর ডিএ বাড়ানো হয়নি। এক বছর পর গত জুলাই মাসে ১৭ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়।

আরও পড়ুন: বন্যার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

হিসেব মতো, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পে যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে সেই বেতনের নিরিখে বর্তমানে ৫,০৪০ টাকা ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, যা মূল বেতনের ২৮ শতাংশ। তিন শতাংশ বাড়ানো হলে, মহার্ঘ ভাতা বাবদ মাসে অতিরিক্ত ৫,৫৮০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীর। অর্থাৎ ডিএ বাবদ মাসে ৫৪০ টাকা বেশি পাবেন তাঁরা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন