প্রথম পাতা খবর সপ্তাহান্তে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

সপ্তাহান্তে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

280 views
A+A-
Reset

ডেস্ক: করোনার থার্ড ওয়েভ নিয়ে প্রমাদ গুণছে স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যেই প্রথম কয়েকদিন করোনাগ্রাফ নিম্নমুখী হলেও সপ্তাহান্তে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,৬৬২ জন। গতকালের চেয়ে ৩.৬৫ শতাংশ বেড়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৮১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,২৬,৩২,২২২ জন। আর দেশে মোট করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪,৪৪,৫২৯ জন। তবে কেরল নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩১ জন মারা গিয়েছেন। গোটা দেশের গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সিংহভাগটাই হয়েছে কেরলে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জোড়া জের! আজ থেকে কলকাতা-সহ জেলায় জেলায় ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৩ হাজার ৭৯৮। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২। সেইসঙ্গে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। 


শুক্রবার করোনা টিকায় রেকর্ড গড়েছে ভারত। গোটা অস্ট্রেলিয়ার যা জনসংখ্যা, তার প্রায় সমান সংখ্যক মানুষ এদিন করোনা টিকা গ্রহণ করেছেন। টিকা নিয়েছেন ২.৫১ কোটিরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশে ৭৯.৪২ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআর জানিয়েছে, ভারতের করোনার ১৪ লক্ষ ৪৮ হাজার ৮৩৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৫ কোটি ৭ লক্ষ ৮০ হাজার ২৭৩ নুমনা পরীক্ষা করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.