প্রথম পাতা খবর একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট

একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট

257 views
A+A-
Reset

গতকালের চেয়ে অনেকটাই কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী ছিল দেশের করোনাগ্রাফ। মঙ্গলবার দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট সবটাই এদিন কমেছে। একধাক্কায় ১৬ হাজার থেকে ১৩ হাজারে নেমে এসেছে আক্রান্তের সংখ্যা। কমেছে দৈনিক মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। যা গতকালের থেকে ৬১১ জন বেশি।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় স্বস্তি মিললেও সুস্থতার হার এখনও চিন্তার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার ৯৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫৩ শতাংশ।
একাধিক রাজ্য করোনা মোকাবিলায় কোভিড বিধি কড়া করেছিলেন। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু,পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকয়েক দিনে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩২২ জন। তামিলনাড়ুতেও গতকালের চেয়ে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। ২৬৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১১৩২ জন। অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন :

হাওড়া থেকে বিমানবন্দর রুটে চালু হল ইলেকট্রিক বাস পরিষেবা

মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জয়ী একনাথ শিণ্ডে-বিজেপি শিবির

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.