প্রথম পাতা খবর শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ বউমার! চাঞ্চল্যকর ঘটনা মহেশতলায়

শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ বউমার! চাঞ্চল্যকর ঘটনা মহেশতলায়

418 views
A+A-
Reset

কলকাতা: রবিবার সকালে মহেশতলা থানায় এসে আত্মসমর্পণ করলেন এক গৃহবধূ। জানিয়ে দিলেন, বৃদ্ধা শাশুড়িকে খুন করেছেন তিনি! কেন শাশুড়িকে খুন করলেন ওই গৃহবধূ?

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাফা রায়পুরের ঘটনা। এ দিন সকাল সোয়া ছটা নাগাদ ভারতী নস্কর (৫২) নামে এক গৃহবধূ মহেশতলা থানায় এসে কর্তব্যরত ডিউটি অফিসারকে জানান, তিনি তাঁর শাশুড়িকে খুন করেছেন। স্থানীয় সূত্রে খবর, শাশুড়ি ও বউমার মধ্যে রোজই গন্ডগোল লেগে থাকত। শনিবার রাত্রিবেলাও সেই অশান্তি হয়। জানা যায়, নিঃসন্তান হওয়ায় দিনরাত শাশুড়ির গঞ্জনা শুনতে হতো ভারতীকে।

পুলিশকে জেরায় ভারতী জানিয়েছেন, যমুনা নস্কর (৭৬) তাঁর শাশুড়ি। তাঁর সঙ্গে প্রায়শই বিবাদ লেগেই থাকত। আজ সকালে সেই ঝগড়া তুমুল আকার নেয়। তার পরই চরম সিদ্ধান্ত নেন তিনি। এর পর অভিযুক্ত বউমা ভারতী নস্কর পৌঁছে যান থানায়। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.